Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোম্পানীগঞ্জ, সিলেট- কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ-

১। প্রতি ব্যাচ এ সাধারণত ২০ (বিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে থাকেন।

২। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হলে প্রশিক্ষণের তারিখের কমপক্ষে ১ (এক) সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।

৩। প্রশিক্ষণে কোন যাতায়াত ভাতা/ দৈনিক ভাতা প্রদান করা হয় না।

৪। প্রশিক্ষণ গ্রহণকালীন মনোযোগ সহকারে বক্তার বক্তব্য শুনতে হবে।

৫। প্রশিক্ষণ গ্রহণকালে কোন বিষয়ে কোন অস্পষ্টতা থাকলে বা জিজ্ঞাসা থাকলে বক্তার বক্তব্য শেষে বক্তাকে প্রশ্ন করতে হবে, অথবা বক্তার সাথে পরামর্শ পূর্বক বক্তব্য প্রদানকালীন ও জিজ্ঞাসা করা যাবে।

৬। প্রশিক্ষণ প্রদানকালীন প্রদেয় হ্যান্ড-আউট ভালোভাবে সংরক্ষণ করুন। কোন বিষয় অস্পষ্ট মনে হলে প্রশিক্ষণ চলাকালীন বক্তার সাথে অথবা পরবর্তীতে যে কোন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে হবে।

৭। প্রশিক্ষণের ক্ষেত্রে সাধারণত যেসব বিষয়/ তথ্য উপস্থাপন করা হয়, তা সকল মৎস্য চাষির ক্ষেত্রে গড় হিসেবে প্রদান করা হয়, যা কোন কোন খামারির ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। এ সকল ক্ষেত্রে বিস্তারিতভাবে জেনে নিতে হবে।

৮। প্রশিক্ষণের বাইরেও অফিস সময়ে সংশ্লিষ্ট দপ্তর হতে অথবা যে কোন সময়ে দপ্তরের মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নেয়া যাবে।